Thank you for trying Sticky AMP!!

করোনায় মারা গেছেন আরেক কর কমিশনার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আপিল অঞ্চল-৩–এর কর কমিশনার মো. আলী আসগর করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত মাসে আরেক কর কমিশনার হোসাইন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এই পর্যন্ত এনবিআরের ৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় সংক্রমিত হয়ে মারা গেলেন।

আয়কর কমিশনার মো. আলী আসগর কয়েক দিন ধরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম শোক প্রকাশ করেছেন।

আলী আসগর ১৩তম বিসিএস ব্যাচের কর্মকর্তা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে। তিনি স্ত্রী, তিন পুত্র-কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।