কুমিল্লায় এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

করোনাভাইরাস প্রতীকী ছবি
করোনাভাইরাস প্রতীকী ছবি

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। জেলায় গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে ৪৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩ জন, বরুড়া ও চৌদ্দগ্রামে ২ জন করে ও লাকসাম, দেবীদ্বার ও বুড়িচংয়ে ১ জন করে রয়েছেন। এ নিয়ে চলতি মাসের প্রথম ১১ দিনে মোট ৫৮ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে জেলায় করোনায় মোট ৫৩৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪১ দশমিক ৬৮। নতুন শনাক্ত হওয়া ৪৫১ জনের মধ্যে ১৭১ জন কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যরা কুমিল্লার লালমাই ও মেঘনা উপজেলা ছাড়া অন্য ১৫টি উপজেলার। এ নিয়ে জেলায় মোট ১৭ হাজার ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে করোনার যে ধরন (ভেরিয়েন্ট), সেটি আগের চেয়ে দ্রুত আর বেশি মানুষকে আক্রান্ত করছে। যে কারণে বর্তমানে শনাক্তের সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে।