Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামে ৪১৭ জনের করেনা শনাক্ত

করোনাভাইরাস নমুনা পরীক্ষা

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪১৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে দুই ব্যক্তি মারা গেছেন।

আজ বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার (মঙ্গলবার) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, ২ হাজার ৬৮২ জনের নমুনা পরীক্ষা করে ৪১৭ জনের পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের ৩০৬ জন। উপজেলার ১১১ জন। সংক্রমণের হার প্রায় ১৬ শতাংশ। বিদেশগামী ব্যক্তিদের পরীক্ষা বাদ দিলে সংক্রমণের হার ২০ শতাংশ। গতকাল চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানান, এ নিয়ে চট্টগ্রামে চট্টগ্রামে মোট আক্রান্ত মানুষের দাঁড়াল ৪৫ হাজার ৭০৮। মারা গেছেন ৪৩৭ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী মারা যান।