
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এটিই জেলায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে জেলায় চলতি মাসের প্রথম ১১ দিনে ৬৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত জেলায় ৪৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ১৭। নতুন শনাক্ত হওয়া ১৫৪ জনের মধ্যে শুধু সদর উপজেলা ও কসবার মোট ৮৯ জন রয়েছেন।
এ ছাড়া সরাইলের ৪ জন, আখাউড়ার ১, আশুগঞ্জের ১৩, নাসিরনগরের ১, বিজয়নগরের ২, নবীনগরের ৩৩ ও বাঞ্ছারামপুরের ১৫ জন শনাক্ত হয়েছেন। তবে গত এক দিনে জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি।
জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, গত বছর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৪ হাজার ২২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি জুলাই মাসের ১১ দিনেই ৬৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ মাসে এখন পর্যন্ত ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রসঙ্গত, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৮৫ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪২ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭২ জন।