Thank you for trying Sticky AMP!!

২৪ ঘণ্টায় পরীক্ষা ও শনাক্ত বেড়েছে

প্রতীকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত করার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৩ জন, আগের দিনের চেয়ে মৃত্যু কমেছে।
সব মিলিয়ে দেশে ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনের করোনা শনাক্ত হলো। সব মিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ২৮১ জন।

আজ সোমবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৯ জন পুরুষ ও ৪ জন নারী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ৯৮০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৫৪টি নমুনা। এর আগের দিন ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি নমুনা।

গতকাল রোববার ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯৭ জনের করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৪২ জন।
বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৫৪টি নমুনা। এর আগের দিন ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি নমুনা।

দেশে করোনায় প্রথম সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে গত ৮ মার্চ। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।