Thank you for trying Sticky AMP!!

২৪ ঘণ্টায় ৪ জনের করোনা শনাক্ত

করোনা রোগী শনাক্ত হচ্ছে

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁরা ঢাকার বাসিন্দা। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। আগের ২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেদিনও কারও মৃত্যু হয়নি।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ২৬।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৭ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সর্বশেষ ৪০৪ জনসহ সুস্থ হয়েছেন ২০ লাখ ৩ হাজার ৭৯৮ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চে। ওই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের। করোনার সংক্রমণ শুরুর পর কোনো এক মাসে শনাক্তের সংখ্যা সেটিই ছিল সর্বনিম্ন। এরপর গত জানুয়ারি মাস করোনা শনাক্তে সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে এসে শনাক্তের সংখ্যা আরও কমে গেছে। গত মাসে ২৭৩ জনের করোনা শনাক্ত হয়, যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বনিম্ন করোনা শনাক্ত।