Thank you for trying Sticky AMP!!

রাজশাহী ও সিলেট সিটির নবনির্বাচিত দুই মেয়র শপথ নিলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা হলে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করান

রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আজ সোমবার শপথ নিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে এই দুই সিটির নবনির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করান।

Also Read: বরিশাল, খুলনা ও গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন

পরে দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা একই স্থানে শপথ নেন। তাঁদের মধ্যে রাজশাহীর ৪০ জন, সিলেটের ৩৬ জন রয়েছেন।

তাঁদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

Also Read: খায়রুজ্জামান আবারও রাজশাহীর মেয়র নির্বাচিত

গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মো. মুর্শিদ আলম।

একই দিনে সিলেট সিটি করপোরেশনেও নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম।

Also Read: সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী