Thank you for trying Sticky AMP!!

দেশে ফিরল চার শিশু-কিশোর

ভারতের শিশু শোধনাগারে বিভিন্ন মেয়াদে আটক থাকার পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে চার শিশু-কিশোর। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ শিশু-কিশোরদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ইমিগ্রেশন পুলিশ শিশু-কিশোরদের তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেয়।

দেশে ফেরত আসা শিশু-কিশোরেরা হলো জামালপুরের উদনাপাড়ার মেহেদি হাসান, কক্সবাজারের চকরিয়ার রবিউল আলম, জয়পুরহাট সদরের জহন মার্ডি এবং কুমিল্লার লাকসামের জাফর ইকবাল।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, এই শিশু-কিশোরেরা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশের সময় সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়। পরে আদালত তাদের ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শিশু শোধনাগারে রাখার নির্দেশ দেন। সেখানে তারা ১৪ থেকে ২৪ মাস পর্যন্ত ছিল। পরে ভারত-বাংলাদেশের উচ্চপর্যায়ে চিঠি আদান-প্রদানের পর শিশু-কিশোরদের ফেরত পাঠানো হয়।