কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় পাঁচ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সহকারী পরিদর্শক।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার মো. আরিফ (১৯) ও একই এলাকার মো. মিফতাহুল কাদের (২০)।
পুলিশ জানায়, আরিফ ও কাদের কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামগামী একটি দূরপাল্লার বাসে ওঠেন। পুলিশি তল্লাশি চৌকিকে ফাঁকি দিতে কর্ণফুলীর কলেজ বাজারে নেমে পড়েন তাঁরা। কিন্তু গাড়ি বদল করে শহরে প্রবেশের আগেই তাঁরা ধরা পড়েন।
কর্ণফুলী থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাসে করে ইয়াবা পাচারের তথ্য আমাদের হাতে ছিল। গ্রেপ্তার দুজনকে আজ আদালতে পাঠানো হয়েছে।’