Thank you for trying Sticky AMP!!

মাস্ক পরতে বলায় পুলিশকে তাড়া, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি

সরকারিকাজে বাধা ও চুরির অভিযোগে রাজধানীর পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানার বিরুদ্ধে মামলা করেছেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট।

গতকাল সোমবার পল্লবী থানায় এই মামলা করেন ট্রাফিক সার্জেন্ট মো. আল ফরহাদ মোল্লা।

জুয়েল রানাকে মাস্ক পরতে বলায় তিনি তাঁর (ট্রাফিক সার্জেন্ট) ওপর হামলা চালান এবং শরীরে সংযুক্ত ক্যামেরা কেড়ে নেন। জুয়েল নিজের পকেট থেকে পিস্তল বের করেও সার্জেন্টের দিকে তেড়ে আসেন।

ফরহাদ প্রথম আলোকে বলেন, জুয়েল ধর্ষণসহ আরও বেশ কয়েকটি মামলার আসামি। তিনি এখনো গ্রেপ্তার হননি।