Thank you for trying Sticky AMP!!

রোগীদের হয়রানির দায়ে একজনের কারাদণ্ড

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের হয়রানি করার দায়ে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. রফিকুজ্জামান (৪৫)। তিনি তালা উপজেলার আটারই গ্রামের বাসিন্দা।

তালা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, কিছুদিন ধরে একটি দালাল চক্রের সদস্যরা তালা হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা নারী-পুরুষদের সহযোগিতা দেওয়ার নামে হয়রানি ও বিভিন্নভাবে নাজেহাল করে আসছিলেন। রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজনকে হয়রানি করার সময় রফিকুজ্জামানকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।