Thank you for trying Sticky AMP!!

শার্শা সীমান্ত থেকে ১২টি সোনার বার জব্দ

প্রথম আলো ফাইল ছবি

যশোরের শার্শা উপজেলার সীমান্ত থেকে ১২টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে খলশি বাজারের ইটভাটা এলাকা থেকে এসব জব্দ হয়। জব্দ হওয়া সোনার ওজন ১ কেজি ৪০০ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি দল খলশি ইটভাটা এলাকায় অভিযান চালায়। এ সময় এক ব্যক্তি একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। প্যাকেটটিতে ১২টি সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য ৫৮ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম বলেন, ভারতে পাচারের জন্য সোনার বারগুলো সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল। এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে প্যাকেটটি ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় চোরাচালানের মামলা করে সোনার বারগুলো বেনাপোল শুল্ক বিভাগে জমা করা হয়েছে।