Thank you for trying Sticky AMP!!

গ্রেপ্তার

ছয় মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি নাসির গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনসহ ছয় মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি নাসির উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ)। আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তর বাড্ডা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এটিইউয়ের বিশেষ পুলিশ সুপার মাহফুজুল আলম প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবিরোধী, বিশেষ ক্ষমতা আইনসহ ছয়টি মামলা রয়েছে নাসির উদ্দিনের বিরুদ্ধে। তাঁর বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানার বালিজুড়ী এলাকায়।

পুলিশ কর্মকর্তা মাহফুজুল আলম বলেন, ২০১৪-১৫ সালে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নাশকতার ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ থানায় নাসির উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ২০১৭ সালের ৫ এপ্রিল মাদারগঞ্জের তারতাপাড়ায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধনসহ নাশকতা সৃষ্টির লক্ষ্যে যানবাহন, যন্ত্রপাতি, শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতিসাধন এবং রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ধ্বংসের ষড়যন্ত্রের পরিকল্পনা থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

এ দুটিসহ ছয় মামলায় পলাতক থাকায় আদালত নাসির উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানান মাহফুজুল আলম।