‘এসআই মাহফুজ আলম’ পরিচয় দিয়ে ফোন করার পর ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে থাকা ছবিসহ ঘটনাটি লিখে ফেসবুকে পোস্ট দেন রাজধানীর সরকারি সংগীত কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক দিল আফরোজ
‘এসআই মাহফুজ আলম’ পরিচয় দিয়ে ফোন করার পর ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে থাকা ছবিসহ ঘটনাটি লিখে ফেসবুকে পোস্ট দেন রাজধানীর সরকারি সংগীত কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক দিল আফরোজ

কে এই ‘এসআই মাহফুজ আলম’

মিরপুর মডেল থানার এসআই মাহফুজ আলম পরিচয়ে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে ফোন করে প্রতারণার চেষ্টা করছেন। দিল আফরোজ নামের একজন কলেজশিক্ষককে ফোন করে তিনি ওটিপি জানতে চান। রাজি না হওয়ায় তাকে অশ্রাব্য গালিগালাজ করা হয়। মিরপুর মডেল থানার ওসি জানান, তাদের থানায় এই নামে কোনো এসআই নেই। পুলিশের পক্ষ থেকে কারও ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয় না। জনসাধারণকে এ ব্যাপারে সতর্ক থাকার কথা বলা হয়েছে।