চট্টগ্রামে রেলওয়ে পুলিশের মাদক কারবার: ইয়াবাসহ এসআই মিজানুর রহমান গ্রেপ্তার হওয়ার পর মাদক পাচারের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পদোন্নতি পরীক্ষার কথা বলে ছুটিতে গিয়ে ১০ হাজার ইয়াবাসহ মহিবুর রহমান যশোরে গ্রেপ্তার হন। রেলওয়ে পুলিশের তদন্তে ওসি শহিদুল ইসলামের সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়াও এসআই দস্তগীর হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।