এই ডামি রাইফেল হাতে রাজধানীর উত্তরায় মিছিলে যোগ দিয়েছিলেন মুজাহিদুল ইসলাম চৌধুরী। গতকাল বিকেলে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ
এই ডামি রাইফেল হাতে রাজধানীর উত্তরায় মিছিলে যোগ দিয়েছিলেন মুজাহিদুল ইসলাম চৌধুরী। গতকাল বিকেলে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ

উত্তরায় ডামি রাইফেল নিয়ে মিছিলে যোগ দিয়ে একজন গ্রেপ্তার

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে হওয়া মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা–পুলিশ। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে মুজাহিদুলকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তুরাগ থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার বেলা ২টার দিকে পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু ব্যক্তি তুরাগ থানার খালপাড় পুলিশ বক্সের পাশের রাস্তায় গণজমায়েত করে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের মুঠোফোনে ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অস্ত্র প্রদর্শন করা মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে তুরাগ থানা–পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান পরিচালনা করে ডামি রাইফেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুজাহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

এ বিষয়ে আজ দুপুরে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শুক্রবার ইসকনের বিরুদ্ধে হওয়া একটি মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করেন মুজাহিদুল ইসলাম। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।