Thank you for trying Sticky AMP!!

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন মন্ত্রনালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা, ১৪ জানুয়ারি

চাকরিতে বিভিন্ন ক্যাডারের বৈষম্য শূন্যে আনতে পদক্ষেপ গ্রহণ করা হবে: নতুন জনপ্রশাসনমন্ত্রী

সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের মধ্যে বৈষম্য শূন্যে আনার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নতুন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে নতুন মন্ত্রিসভায় জনপ্রশাসনমন্ত্রী হয়েছেন তিনি। নিয়োগ পাওয়ার পর আজ রোববার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফরহাদ হোসেন।

এ সময় আন্তক্যাডার বৈষম্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নতুন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ক্যাডার বৈষম্যের বিষয়গুলো ইতিমধ্যে যথার্থভাবে দেখার চেষ্টা করা হয়েছে। সামনের দিনে এগুলো নিয়ে কাজ করার সুযোগ থাকবে। তারা (সরকার) চাইবে এই বৈষম্য যাতে শূন্যে আসে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সরকারের নতুন মেয়াদে কর্মসংস্থানের ওপর বেশি জোর থাকবে জানিয়েছেন ফরহাদ হোসেন। তিনি বলেন, এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে।