Thank you for trying Sticky AMP!!

আহমদ শফী সুস্থ হয়ে হাসপাতাল থেকে মাদ্রাসায়

আহমদ শফী। ফাইল ছবি

হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফী সুস্থ হয়ে নিজ মাদ্রাসায় ফিরে গেছেনে। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। এতদিন তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচযাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসকদের বরাত দিয়ে আমীরের ছেলে ও সংগঠনের প্রচার সম্পাদক আনাস মাদানী আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আগের চেয়ে তার বাবার শারীরিক অবস্থা অনেক ভালো। এ জন্য চিকিৎসকেরা হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। এরপর হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসেন। তাঁর বাবার সুস্থতা জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আনাস মাদানী।

এই প্রবীণ আলেম ৭ জুন রাতে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক নিয়ে হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ হেফাজত আমীরের চিকিৎসার জন্য নয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেন। এই প্রবীণ আলেমের করোনা পরীক্ষা করা হলেও নেগেটিভ আসে। আহমদ শফী চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক। ২০১৩ সালে ১৩ দফা দাবি নিয়ে হেফাজতে ইসলাম গঠনের মাধ্যমে দেশে বিদেশে আলোচনায় আসেন।