Thank you for trying Sticky AMP!!

ইলিশ ধরা বন্ধে ডুবিয়ে দেওয়া হলো ৯৪টি ট্রলার

মা ইলিশ ধরা বন্ধ করতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৯৪টি ট্রলার ডুবিয়ে দিয়েছে নৌ-পুলিশ সদস্যরা। এ ছাড়া অভিযানে জব্দ করা ৬৭ লাখ মিটার কারেন্ট জাল পোড়ানো হয়েছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ, মৎস্য অফিস ও বিমানবাহিনীর সদস্যরা। বিমানবাহিনীর একটি হেলিকপ্টার আকাশপথে অভিযানে অংশ নেয়।  

মাওয়া নৌ-পুলিশের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. সিরাজুল কবির বলেন, মা ইলিশ ধরা বন্ধ করতে প্রতিদিন নৌ-পুলিশ অভিযান চালাচ্ছে। সোমবার রাতে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন চর ও নদী থেকে ৯৪টি ট্রলার ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ট্রলারগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে পুড়িয়ে। এ অভিযানে আকাশপথে বিমানবাহিনীর সদস্যরা অংশ নেন। এ ঘটনায় ৬ জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।