
কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে পড়ে থাকা পা ভাঙা একটি বাজপাখি উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল সোমবার বিকেলের দিকে উপজেলার ধামনখালীর লোকালয় থেকে অসুস্থ বাজপাখিটি উদ্ধার করা হয়।
প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেন থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হোসেন।
বন বিভাগ সূত্র জানায়, বিকেলের দিকে পালংখালী ইউনিয়নের ধামনখালীর লোকালয়ে ডান পা ভাঙা অবস্থায় একটি বিলুপ্ত বাজপাখি দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি তাঁরা তাৎক্ষণিক সেভ দ্য নেচার অব বাংলাদেশ উখিয়া শাখার সভাপতি সৈয়দ মোস্তফা ও সাধারণ সম্পাদক রিমন মেহবুবকে জানান। বিকেলেই থাইংখালী বিট কর্মকর্তা মো. রাকিব হোসেন ঘটনাস্থলে গিয়ে অসুস্থ পাখিটিকে উদ্ধার করেন।
পরে উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে থাইংখালী বিট কর্মকর্তা মো রাকিব হোসেন বলেন, সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠলে রেঞ্জ কর্মকর্তা নিজেই পাখিটি বনে অবমুক্ত করবেন।