Thank you for trying Sticky AMP!!

কাঁচা মরিচের ফলন ভালো

>

বগুড়ায় এবার কাঁচা মরিচের ভালো আবাদ হয়েছে। ফলনও ভালো। কিন্তু দাম কম হওয়ায় কৃষকের মুখ মলিন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তেঘড়ি গ্রামের মাঠে কৃষক জুয়েল রানা প্রথম আলোকে বলেন, এবার তাঁর ৩ বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। মোকামে মরিচের যে দাম তাতে লোকসান গুনতে হবে। পাইকারিতে প্রতি মণ মরিচ ৭৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। সেই মরিচ নিয়ে এই ছবির গল্প।

কাঁচা মরিচের ভারে নুয়ে পড়েছে ডাল
খেত থেকে তোলা হচ্ছে মরিচ
ফলন ভালো হলেও দাম কম হওয়ায় মুখে হাসি নেই
খেত থেকে তোলার পর মরিচের স্তূপ
পোকা দমনে মরিচগাছে ওষুধ দেওয়া হয়েছে