Thank you for trying Sticky AMP!!

কুমারখালীতে ডিজিটাল পদ্ধতিতে নামজারির টাকা আদায়

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে (মোবাইল ব্যাংকিং) জমির নামজারি ফি আদায় করা হচ্ছে কুমারখালী উপজেলা ভূমি অফিসে। আজ সোমবার সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘ভূমি কার্যালয়ে সরকারি ফির চেয়ে কেউ অতিরিক্ত (ঘুষ) টাকা চাইলেও দেবেন না। সেবা নিতে এসে কেউ টাকা চাইলে তাৎক্ষণিক আমাদের জানাবেন।’ তিনি আরও বলেন, জমি নামজারির টাকা নগদে জমা দেওয়া যাবে না। এ টাকা জমা দিতে হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান খান ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নূর-এ আলম। এ ছাড়াও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।