কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সহ–উপাচার্য হলেন হুমায়ুন কবির

মোহাম্মদ হুমায়ুন কবির
মোহাম্মদ হুমায়ুন কবির

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) পদে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবিরকে আগামী চার বছরের জন্য ওই পদে নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে ওই নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩–এর ১১ ক(১) ধারা অনুসারে তাঁকে নিয়োগ দেওয়া হয়। ২০০৬ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সালের ২৮ মে শিক্ষা কার্যক্রম চালু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ছয়জন উপাচার্য ও চারজন কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন।

নতুন সহ-উপাচার্য মোহাম্মদ হুমায়ুন কবির বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আগামী রবি অথবা সোমবার যোগদান করব। সবার সহযোগিতা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার কাজ করব। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।’

মোহাম্মদ হুমায়ুন কবিরের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মিয়াবাড়ি গ্রামে।