
বরিশালের গৌরনদীতে গচ্ছিত টাকা চাইতে গিয়ে এক সুইপার আওয়ামী লীগ নেতার হাতে ছুরিকাহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইউসুফ হোসেন রবিউল (৩০)। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, বরিশালের মুলাদী উপজেলা সদরের সুইপার ইউসুফ গত দুই বছর গৌরনদীর বাটাজোর বন্দর এলাকায় বাসাভাড়া নিয়ে বসবাস করেন। ওই এলাকাতেই তিনি পেশাগত কাজ করে আসছিলেন। তিন-চার মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসার জন্য বন্দরের লোকজন চাঁদা তুলে তাঁকে আর্থিক সাহায্য করেন। ওই টাকার উদ্বৃত্ত ৩০ হাজার টাকা তিনি বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কবির হোসেনের (৪৮) কাছে জমা রাখেন। মঙ্গলবার বিকেলে ওই টাকা ফেরত চাইতে গেলে কবির হোসেন ইউসুফকে ছুরিকাঘাত করেন।
কথা-কাটাকাটির একপর্যায়ে টাকা দেওয়ার কথা বলে কবির হোসেন তাঁকে পার্শ্ববর্তী বাগানের মধ্যে নিয়ে যান। সেখানে নিয়ে ধারালো ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করে রক্তাক্ত করেন।
হাসপাতালে চিকিৎসাধীন ইউসুফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বিকেলে টাকা ফেরত চাইলে গেলে তাঁর টাকা দিতে টালবাহানা শুরু করেন কবির হোসেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে টাকা দেওয়ার কথা বলে কবির হোসেন তাঁকে পার্শ্ববর্তী বাগানের মধ্যে নিয়ে যান। সেখানে নিয়ে ধারালো ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করে রক্তাক্ত করেন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে তাঁকে বরিশালে এনে ভর্তি করেছেন স্বজনেরা।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দেওয়ান আবদুস সালাম বলেন, ইউসুফের গলায় ধারালো ছুরির আঘাত রয়েছে। আঘাতের গভীরতা বেশি ও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যোগাযোগ করা হলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা কামাল মুঠোফোনে প্রথম আলোকে জানিয়েছেন, ইউসুফ শঙ্কামুক্ত।
অভিযোগের ব্যাপারে জানতে কবির হোসেনের মুঠোফোন একাধিকবার কল করেও তাঁকে পাওয়া যায়নি। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘লোকমুখে এক সুইপারকে ছুরিকাঘাতের খবর শুনেছি। কিন্তু কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’