Thank you for trying Sticky AMP!!

গণপরিবহন চালুর দাবিতে সৈয়দপুরে সড়ক অবরোধ

গণপরিবহন চালু করার দাবিতে মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকের। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়

গণপরিবহন চালু করার দাবিতে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচি পালন করেন পরিবহনশ্রমিকেরা। এ সময় পণ্যবাহীসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

সকালে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় মহাসড়কে যত্রতত্র বাস দাঁড় করিয়ে সৈয়দপুর-রংপুর, সৈয়দপুর-দিনাজপুর, সৈয়দপুর-পার্বতীপুর, সৈয়দপুর-নীলফামারী মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ পরিবহনশ্রমিকেরা। এতে সেনাবাহিনী ও বিজিবির গাড়ি, অ্যাম্বুলেন্স, ভটভটি, টেম্পো ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকনেতারা বলেন, অব্যাহত লকডাউনে তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাঁরা লকডাউনের বিরুদ্ধে নন। তবে গণপরিবহন বন্ধ থাকায় তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের বাড়িতে চুলা জ্বলছে না। শ্রমিক পরিবারের সদস্যরা না খেয়ে রোজা রাখছেন। রোজগার বন্ধ থাকায় তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে তাঁরা গাড়ি চালাতে চান।

পরে প্রশাসনের পক্ষ থেকে সৈয়দপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) চৌধুরী নাহিদ পারভেজ মধ্যস্থতার আহ্বান জানান। পরে দুপুর ১২টার দিকে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন। ফলে তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।