গুলি করার ঘটনায় এলডিপির মহাসচিব রেদোয়ানের জামিন আবেদন নামঞ্জুর

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ।

কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুজনকে গুলি করার ঘটনায় হওয়া মামলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় মহাসচিব রেদোয়ান আহমেদ জামিন পাননি। আজ মঙ্গলবার কুমিল্লার ৭ নম্বর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিক শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে রেদোয়ান আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে এলডিপি। কলেজ শাখা ছাত্রলীগও একই স্থানে কর্মসূচির ডাক দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বেলা আড়াইটার দিকে রেদোয়ান আহমেদ কলেজ এলাকায় গাড়ি নিয়ে যান। এ সময় রেদোয়ানের গাড়ি লক্ষ্য করে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মী ও উপস্থিত কর্মীরা তরমুজের টুকরা ছোড়েন। তখন রেদোয়ান আহমেদ গাড়িতে থাকা লাইসেন্স করা শটগান বের করে গুলি করেন। এতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার হাতে ও কৃষক লীগের এক নেতার পায়ে গুলি লাগে। এরপর রেদোয়ান চান্দিনা থানায় আশ্রয় নেন। রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য।

এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কাজী আখলাকুর রহমান বাদী হয়ে রেদোয়ান আহমেদকে প্রধান আসামি করে ১৯ জনের নামে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। প্রাণনাশের চেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে গতকাল বিকেলে চান্দিনা থানা থেকে রেদোয়ানকে কুমিল্লার ৭ নম্বর আমলি আদালতে আনা হয়। আদালতের বিচারক আবু বকর ছিদ্দিক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

বাদীপক্ষের আইনজীবী শাহজালাল মিঞা বলেন, আজ বেলা ১১টায় কুমিল্লার আদালতে রেদোয়ানের পক্ষে অন্তত ৪২ জন আইনজীবী জামিন চেয়ে উপস্থিত হন। রেদোয়ানের আইনজীবীরা জামিনের পক্ষে জোর দাবি জানান। বাদীপক্ষ থেকে তাঁরা বলেছেন, অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে দুটি ছেলের হাত ও পায়ে গুলি করা ব্যক্তিকে জামিন দেওয়া ঠিক হবে না। আদালত যুক্তি মেনে নিয়ে তাঁর জামিন নামঞ্জুর করেছেন।

মামলার বাদী কাজী আখলাকুর রহমান বলেন, ‘আমরা রেদোয়ান আহমেদের শাস্তি চাই। কর্মীদের হত্যার উদ্দেশ্যে তিনি গুলি করেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

এলডিপির চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক মো. আবু তাহের বলেন, অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের নেতাকে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়। তাঁরা রেদোয়ান আহমেদের মুক্তি চান।