Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ ব্যক্তির মৃত্যু

করোনাভাইরাস

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও ৫ ব্যক্তি মারা গেছেন। একই সময়ে নতুন করে ২৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার করোনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানান, এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মোট ৪৭৭ জনের মৃত্যু হলো। আর চট্টগ্রামে এখন পর্যন্ত ৪৭ হাজার ৮৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৪৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৮৭ জনের করোনা পজিটিভ আসে। সংক্রমণের হার ২২ শতাংশের বেশি।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন, তাঁরা চিকিৎসাধীন ছিলেন। তাঁরা সবাই শহরের বাসিন্দা। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে করোনায় ৮০ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে শহরের ২৩৬ জন। বিভিন্ন উপজেলার ৫১ জন।

চট্টগ্রামে করোনায় মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৫৫ জন শহরের। বাকিরা বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এখন পর্যন্ত যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে শহরের ৩৮ হাজার ৪২৪ জন। বিভিন্ন উপজেলার ৯ হাজার ৪৩৭ জন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল প্রথম করোনায় সংক্রমিত কোনো রোগীর মৃত্যু হয়।