চট্টগ্রামে ৭২ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিচার শুরু

আদালত
প্রতীকী ছবি

ঋণপত্রের (এলসি) বিপরীতে গম আমদানির নামে প্রায় ৭২ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় যমুনা ব্যাংকের এক ব্যবস্থাপকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন যমুনা ব্যাংক লিমিটেডের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মনজুরুল আহসান চৌধুরী এবং সাঈদ ফুডস লিমিটেড ও মেসার্স ছিদ্দিক ট্রেডার্সের মালিক আবু সাঈদ চৌধুরী।

মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে শুনানি শেষে অভিযোগ গঠন করা হয়। আদালত সূত্র জানায়, আবু সাঈদ চৌধুরী অস্ট্রেলিয়া থেকে ২০ হাজার মেট্রিক টন গম আমদানির জন্য ২০১২ সালে যমুনা ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় একটি এলসি খোলেন।

পরে গম আমদানি করে ২০১৫ সাল পর্যন্ত স্থানীয় বাজারে বিক্রি করে আসামিরা পরস্পর যোগসাজশে মঞ্জুরিপত্রের শর্ত ভঙ্গ করে মোট ৭১ কোটি ৯২ লাখ ৩ হাজার ১১৬ টাকা টাকা আত্মসাৎ করেন।

এই ঘটনায় ২০১৯ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুজনের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে দুদক অভিযোগপত্র দেয়। দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। জামিনে থাকা দুই আসামি শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী মামলা থেকে অব্যাহতির আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।