Thank you for trying Sticky AMP!!

চরফ্যাশনে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ ও ৩টি ট্রলারডুবি

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরে ঝড়ে একটি যাত্রীবাহী লঞ্চ ও ৩টি মাছধরা ট্রলার ডুবে গেছে। লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে

ভোলার চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়া-ঢালচর নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও ৩টি মাছধরা ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।

চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়া-ঢালচর নৌপথের যাত্রীবাহী লঞ্চের মাস্টার মো. ফিরোজ কেরানী বলেন, গতকাল শুক্রবার লঞ্চটি সকাল ৯টার দিকে ঢালচর থেকে কচ্ছপিয়ার উদ্দেশে ছেড়ে যায়। আবার ৩টার দিকে কচ্ছপিয়া থেকে ঢালচরের উদ্দেশে ছেড়ে আসে। খাল না থাকার কারণে লঞ্চটি নদীর স্রোতের মুখে নোঙর করে রাখা হয়। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ ঝড় উঠে লঞ্চটি ডুবে যায়। লঞ্চের কর্মচারীরা যাঁরা লঞ্চে ঘুমিয়ে ছিলেন, তাঁরা সাঁতরে তীরে ওঠেন। বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত লঞ্চটি উদ্ধার হয়নি।

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরে ঝড়ে একটি যাত্রীবাহী লঞ্চ ও ৩টি মাছধরা ট্রলার ডুবে গেছে। লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে

ঢালচরের বাসিন্দা মৎস্য ব্যবসায়ী শাহে আলম ফরাজি বলেন, ঝড়ে যাত্রীবাহী লঞ্চ ছাড়াও তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার বলেন, ইউনিয়নে লঞ্চসহ জেলে ট্রলারের নিরাপদে নোঙর করার মতো খাল নেই।