Thank you for trying Sticky AMP!!

চুয়াডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে মজিবুলকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মজিবুলকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে মজিবুল হক মালিক বলেন, ‘গণমাধ্যমে বহিষ্কারের ব্যাপারে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বলে শুনেছি। তবে কেন্দ্র থেকে আমাকে লিখিত বা মৌখিকভাবে কিছুই জানানো হয়নি।’

২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম মনি ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দলীয় মনোনয়ন না পেয়ে মজিবুল মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন।