জরুরি সেবা দেবেন অর্ধশতাধিক তরুণ

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় কারণে মানুষ যখন নানা সমস্যায় জর্জরিত, তখন তাঁদের সহায়তার জন্য এগিয়ে এসেছে একদল তরুণ। জরুরি চিকিৎসা ও কৃষিসেবা দিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবী তরুণদের এই দল গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে জনগণের কাছে জরুরি সেবা নিশ্চিত করতে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক কাজ করবেন। ইতিমধ্যে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় স্বেচ্ছাসেবকদের উপজেলা প্রশাসনের উদ্যোগে আইডি কার্ড দেওয়া হয়েছে।

জরুরি সেবা নিশ্চিত করতে গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের আহ্বানে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ, কৃষি কর্মকর্তা আলমগীর কবিরসহ আওয়ামী লীগের নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ রোধে উপজেলায় ১২টি ইউনিয়ন ও পৌরসভা স্বেচ্ছায় লকডাউন করা হয়েছে। এতে উপজেলা থেকে শহরে আসার গাড়ি চলাচল বন্ধ আছে। ফলে উপজেলার তিনটি ইউনিয়নের সবজিচাষিরা বিপাকে পড়েছেন। এ ছাড়া ১২টি ইউনিয়নে অসুস্থ কোনো মানুষের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জরুরি চিকিৎসাসেবা দিতে একটি অ্যাম্বুলেন্সসহ উপজেলা প্রশাসন থেকে ১০টি সিএনজিচালিত অটোরিকশার ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট তরুণদের তথ্যের ভিত্তিতে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব অটোরিকশা চলাচলে পুলিশ চালকদের সহযোগিতা করবে। এ ছাড়া তিনটি ইউনিয়নের কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে বিক্রি করতে ভ্যানের ব্যবস্থা করে দেবে উপজেলা কৃষি কার্যালয়। ত্রাণের সঙ্গেও কৃষকদের উৎপাদিত কাঁচা সবজি দেওয়া হবে বলে কৃষি কার্যালয় থেকে জানানো হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের সদস্য জোবায়ের জয় বলেন, ‘জরুরি চিকিৎসা ও কৃষিপণ্য বিক্রিতে আমরা কাজ করব। করোনার বিস্তারের এই সময়ে কেউ অসুস্থ হলে এলাকাবাসী বিষয়টি এড়িয়ে গেলেও আমরা তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পাশে থাকব।’

ইউএনও আরিফুর রহমান বলেন, করোনাভাইরাস সংক্রমণের এই ভয়াবহ সময়ে কেউ যাতে চিকিৎসা বঞ্চিত না হন, সে জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের পাশাপাশি এলাকার তরুণদের যুক্ত করা হয়েছে। আজ থেকে এই কাজ শুরু হচ্ছে।