জামালপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের আরংহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো সুমাইয়া (৪) ও রাবেয়া (৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। সুমাইয়া আরংহাটি গ্রামের ছামিনুর ইসলামের মেয়ে। রাবেয়ার বাবা শফিকুল ইসলামও একই গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে সুমাইয়া ও রাবেয়া বাড়ির পাশে একটি ডোবার কাছে খেলতে যায়। সবার অজান্তে কোনো এক সময় তারা ডোবায় গোসল করতে নামে। সন্ধ্যা হয়ে গেলে তারা বাড়িতে ফেরেনি। এ কারণে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা ডোবার পাড়ে কিছু খেলনা ও কাপড় পড়ে থাকতে দেখেন। পরে ডোবায় জাল ফেলা হয়। রাতে জালে উঠে আসে দুই শিশুর লাশ।

মারা যাওয়া সুমাইয়ার চাচা জামিনুর ইসলাম মুঠোফোনে বলেন, একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে তাঁরা শোকাহত।