
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সাবের আহম্মেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার সকালে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বাসন্ডা ইউপির উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমীন আফরোজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শেখ সাবের আহম্মেদকে বিজয়ী ঘোষণা করা হলো।
এর আগে উপনির্বাচনের জন্য ২৬ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ মে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে শেখ সাবের আহম্মেদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. শামসুল হক তালুকদার নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। ১৯ মে মনোনয়নপত্র বাছাই হয়। ২৬ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী মো. শামসুল হক তালুকদার তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
বাসন্ডা ইউনিয়নের টানা আট বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মোবারক হোসেন মল্লিক চলতি বছরের ১০ মার্চ বার্ধক্য জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান। এতে বাসন্ডা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের পদটি শূন্য হয়েছিল।