Thank you for trying Sticky AMP!!

টাঙ্গাইলে আরও ৪৯ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

টাঙ্গাইলে আজ বুধবার নতুন করে ৪৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৩৯।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় গত ৮ এপ্রিল প্রথম একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ওই মাসে জেলায় মোট সংক্রমণের সংখ্যা ছিল ২৪ জন। মে মাসে সংক্রমণের সংখ্যা বেড়ে হয় ১৬৫ জন। জুনে সেই সংখ্যা দাঁড়ায় ৬১২ জনে। জুলাই মাসে সংক্রমিত হন ১ হাজার ৬৩৮ জন।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১ হাজার ২৫৮ জন সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন ৫৯৯ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের।

সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান জানান, আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হার সন্তোষজনক। বেশির ভাগ রোগী বাড়িতে চিকিৎসা নিয়েই সুস্থ হচ্ছেন। তিনি সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।