Thank you for trying Sticky AMP!!

টেকনাফে রোহিঙ্গা শিবিরে কিশোরের কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

হত্যা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার জাদিমোরা ২৭ নম্বর রোহিঙ্গা শিবিরে এক কিশোরের কিলঘুষিতে নুরুল হক (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা দেড়টায় ক্যাম্পের এ/৩ ব্লকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং কর্মকর্তা ও অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নুরুল হক জাদিমোরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের অলি হোসেনের ছেলে।

এপিবিএন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, আজ শনিবার বেলা দেড়টার দিকে মাওলানা নুরুল হক মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য বের হন। এ সময় প্রতিবেশী এক রোহিঙ্গা কিশোর (১৩) বাড়ির পাশে আমগাছের নিচে বসে মোবাইলে গান শুনছিল। এতে ওই কিশোরকে ধমক দেন নুরুল হক। তখন কিশোরটি তাচ্ছিল্যের সুরে নুরুলকে কটূক্তি করে।

অপমানজনক কথা বলায় নুরুল হক ক্ষিপ্ত হয়ে ওই কিশোরকে জাপটে ধরেন। একপর্যায়ে কিশোরটি কয়েকটি ঘুষি মারলে নুরুল হক অচেতন হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে অচেতন অবস্থায় নুরুল হককে ক্যাম্পের (টিডিসি হাসপাতালে) স্বাস্থ্যসেবাকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসকের বরাদ দিয়ে ওই কর্মকর্তা জানান, নুরুল হক ব্রেইন স্ট্রোক করার কারণে মারা গেছেন। তবে তাঁর শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।