Thank you for trying Sticky AMP!!

ঢাকার উদ্দেশে উত্তরবঙ্গ থেকে আসা অর্ধশত বাস কাজীপুরে আটকা

সিরাজগঞ্জের সোনামুখী উচ্চবিদ্যালয় মাঠে আটক করে রাখা বাস

করোনা নিয়ন্ত্রণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে ছাড়ছে যাত্রীবাহী বাস। এমন অনেকগুলো বাস সিরাজগঞ্জের কাজীপুর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখনো প্রায় অর্ধশত বাস আটক করে রেখেছে কাজীপুর থানার পুলিশ।

পুলিশ জানায়, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, নওগাঁ ও নীলফামারী থেকে ঢাকার উদ্দেশে দূরপাল্লার বড় বাসগুলো বগুড়ার শেরপুরে এসে বিকল্প সড়ক দিয়ে কাজীপুরে ঢুকে যাচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ কাজীপুরের প্রবেশদ্বার সোনামুখী বাজার পয়েন্টে গাড়িগুলো আটকে দিয়েছে। এতে করে বেশিসংখ্যক বাস ফিরে গেলেও বেশ কয়েকটি বাস এখনো সোনামুখী উচ্চবিদ্যালয় মাঠে রয়ে গেছে।

আজ শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সোনামুখী উচ্চবিদ্যালয় মাঠে সার করে রাখা হয়েছে অনেকগুলো বাস।

সেখানে নওগাঁ থেকে ছেড়ে আসা তন্ময় পরিবহনের চালক পরিমল বলেন, সামনে ঈদ কিন্তু ঘরে কোনো খাবার নেই। তাই ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে বের হয়েছেন। পুলিশ এখানে আটকে দিয়েছে।

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা থ্রি স্টার পরিবহনের চালক রহিম মিয়া বলেন, ‘আমাদের হয় খাবার দিন, না হয় গাড়ি চালাতে দিন।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘করোনা কি শুধু বাসেই ধরে! সবই খোলা। তাহলে আমাদের পেটে লাথি কেন?’

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার প্রথম আলোকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী দূরপাল্লার কোনো গাড়িই কাজীপুর দিয়ে যেতে দেওয়া হবে না। এ কারণে সোনামুখী উচ্চবিদ্যালয় মাঠে প্রায় অর্ধশত গাড়ি এখনো আটকে রয়েছে।