তাজউদ্দীনের ছোট ভাই আফসার উদ্দিনের মৃত্যু

আফসার উদ্দিন আহমদ খান
ছবি: সংগৃহীত

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছোট ভাই সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আফসার উদ্দিন আহমদ খান মারা গেছেন। আজ বুধবার ভোরে ঢাকার লক্ষ্মীবাজারে নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ৮১ বছর বয়সী আফসার উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

পেশায় আইনজীবী আফসার উদ্দিন আহমদ একসময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে বুধবার ঢাকার নিম্ন আদালতের কার্যক্রম দুপুর পর্যন্ত মুলতবি করা হয়।

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আফসার উদ্দিন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাজীপুর-৪ আসন (কাপাসিয়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ২৩ জুন তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন।

বুধবার সকাল ৯টায় ঢাকার লক্ষ্মীবাজারে, সকাল ১০টায় ঢাকার জজ কোর্ট এবং বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আফসার উদ্দিনের জানাজা হয়। পরে বাদ আসর গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের নিজ গ্রাম দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

চাচার মৃত্যুতে শোক জানিয়েছেন তাজউদ্দীন আহমদের মেয়ে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। তিনি প্রথম আলোকে বলেন, ‘পাঁচ বছর বয়সে আমাদের এই ছোট কাকুর কাছে প্রথম হারমোনিয়াম ধরেছি। অসাধারণ গান করতেন। ওনার মনটা অসম্ভব ভালো ছিল। ওনার প্রিয় একটা গান ছিল, “এই সুন্দর পৃথিবী ছেড়ে, মন যেতে নাহি চায়.. ।” আমার বাবা তাজউদ্দীন আহমদ ও আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দীনকে ভীষণ শ্রদ্ধা করতেন তিনি।’