Thank you for trying Sticky AMP!!

নাটোরে দুই পুলিশ ও তিন সেনাসদস্যের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

নাটোরে দুই পুলিশ ও তিন সেনাসদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানায়। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত মানুষের সংখ্যা হলো ৪৮। আক্রান্ত মানুষের মধ্যে পুলিশ সদস্য ২৩ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, নতুন করে নাটোর জেলায় আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত মানুষের মধ্যে জেলার নলডাঙ্গা থানার একজন উপপরিদর্শক ও একজন কনস্টেবল এবং বাগাতিপাড়ার তিন সেনাসদস্য রয়েছেন। তাঁদের কারও শরীরে আগে থেকে করোনার তেমন কোনো উপসর্গ ছিল না। নিজ দায়িত্বে তাঁদের আইসোলেশনে থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দিচ্ছে।

নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বলেন, আক্রান্ত লোকজনের মধ্যে সাতজন সুস্থ হয়েছেন। একজন করোনা শনাক্ত হওয়ার আগেই মারা গেছেন।

প্রসঙ্গত, নাটোরে এ পর্যন্ত ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের অধিকাংশই সরকারি চাকরিজীবী।