Thank you for trying Sticky AMP!!

নোয়াখালীতে মৃত প্রবাসীর স্ত্রীর শরীরেও করোনা শনাক্ত

প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ইতালিপ্রবাসীর স্ত্রীর শরীরেও করোনার সংক্রমণ পাওয়া গেছে। তাঁর বয়স আনুমানিক ২৭ বছর। আজ বুধবার সকালে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মইনুল হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মইনুল হোসেন জানান, করোনার সংক্রমণ পাওয়া ওই নারীকে আপাতত সোনাইমুড়ী অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল নিয়ে আসা হয়েছে। পরে তাঁকে জেলা সদরে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে স্থানান্তর করা হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ওই প্রবাসীর পরিবারের মোট ১৫ জন সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সাতজনের ফলাফল মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁরা পেয়েছেন। যার মধ্যে প্রবাসীর স্ত্রী ছাড়া বাকিদের শরীরে করোনা শনাক্ত হয়নি। করোনার সংক্রমণ পাওয়া প্রবাসীর স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। তাই তাঁকে হাসপাতালে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

৭ এপ্রিল জ্বর শ্বাসকষ্ট নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইতালিপ্রবাসী। অবস্থার অবনতি দেখে ৮ এপ্রিল সকালে ওই প্রবাসীকে ঢাকার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। পরে তাঁর মরদেহের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে নোয়াখালীতে দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেল।