
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) নৌকার ভোট টেবিলের ওপর সিল মারতে হবে বলে ঘোষণা দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। আবদুল হাই আকন্দ নামের ওই নেতা পার্শ্ববর্তী কালিহাতী উপজেলা গোহালিয়াবাড়ী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক।
২৬ ডিসেম্বর নিকরাইল ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন সরকার। তাঁর পক্ষে শুক্রবার রাতে প্রচারণা চালাতে গিয়ে পাথাইলকান্দি বাজারে দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে বক্তৃতাকালে আবদুল হাই এ কথা বলেন। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই সভায় আবদুল হাই আকন্দ বলেন, ‘২৬ তারিখের নির্বাচনে নৌকা মার্কার ভোট হবে টেবিলের ওপর। আগুলে (আড়ালে) হবে না। কোনো আবোলতাবোল মার্কায় সিল মেরে দেশের ক্ষতি করতে দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘নৌকায় ভোট দিলে এলাকায় উন্নয়ন হবে, নৌকায় ভোট না দিলে উন্নয়ন হবে না। আবোলতাবোল মার্কায় কেউ ভোট দেওয়ার চেষ্টা করবেন না।’
বক্তব্যে তিনি নিকরাইল ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদুল হককে অবাঞ্চিত ঘোষণা করেন। তাঁর এলাকায় প্রবেশ করা প্রতিহত করারও হুমকি দেওয়া হয়। এ ছাড়া ১ নম্বর ওয়ার্ডের কেউ নৌকা মার্কার বাইরে গিয়ে নির্বাচন করলে পেটানোর হুমকি দেন তিনি।
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আবদুল হাই মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা নৌকার সমর্থকদের মারধর ও ভয়ভীতি দেখাচ্ছেন। সে জন্য তিনি এসব কথা বলেছেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক বলেন, এ ধরনের বক্তব্যের বিষয়ে তিনি পুলিশ ও নির্বাচন কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন।