Thank you for trying Sticky AMP!!

পাখির নিরাপদ আশ্রয়ের জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে

পাখির জন্য ভালোবাসা

ঝড় ও ভারী বর্ষণে নাটোরের সিংড়ায় চলনবিলে পাখির অধিকাংশ আবাসস্থল নষ্ট হয়ে গেছে। তাই নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিতে গাছে গাছে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশকর্মীরা আজ রোববার দিনব্যাপী কাজটি করেন।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, তাঁরা চলনবিলের সিংড়া-তাড়াশ সড়কের দুই পাশের গাছে মাটির হাঁড়ি ঝুলিয়ে পাখিদের বাসস্থান তৈরি করে দিয়েছেন। এ ছাড়া সড়কের দুই পাশে আরও বৃক্ষরোপণ করা হয়েছে। পাখি রক্ষার আবেদন জানিয়ে তাঁরা লিফলেট বিতরণ করেছেন।

পাখির নিরাপদ আশ্রয়ের জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে

কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির সভাপতি আখতারুজ্জামান, পরিবেশকর্মী হাসান ইমাম, মানবাধিকারকর্মী তাইফুর রহমান, সাবেক নৌ সার্জেন্ট আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক ও পরিবেশকর্মী আবদুর রশিদ প্রমুখ।

সংগঠনটির সভাপতি আখতারুজ্জামান বলেন, সম্প্রতি কয়েক দফা ঝড়বৃষ্টিতে পাখিদের আবাসস্থল নষ্ট হয়ে গেছে। ফলে প্রকৃতি ও পরিবেশের জন্য সংগঠনের সদস্যরা মাসব্যাপী বৃক্ষরোপণ ও পাখি বাঁচাতে মাটির হাঁড়ি টানিয়ে নিরাপদ আবাসস্থল গড়ে দিচ্ছেন।