Thank you for trying Sticky AMP!!

পাটগ্রামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

অপরাধ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় করা তিন মামলায় মসজিদের খাদেমসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার নতুন করে এই পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানায়, গতকাল রোববার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন জোবেদ আলী (৬১), রাজু (১৯), আনোয়ার হোসেন (৫৫), মানিক (২৬) ও মেরাজুল ইসলাম (১৭)। এর মধ্যে জোবেদ আলী বুড়িমারী মসজিদের খাদেম। ওই ঘটনায় এর আগে শনিবার রাতে প্রথম দফায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। তাঁর হলেন আশরাফুল আলম (২২), বায়েজিদ (২৪), রফিক (২০), মাসুম আলী (৩৫) ও শফিকুল ইসলাম (২৫)।

Also Read: লালমনিরহাটের ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৫

Also Read: লালমনিরহাটের ঘটনা তদন্ত করবে মানবাধিকার কমিশন

বুড়িমারীতে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় নতুন করে পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, তিন মামলায় এখন ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িমারী মসজিদে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে রংপুরের শালবন মিস্ত্রিপাড়ার আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবীকে প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শনিবার পাটগ্রাম থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।

Also Read: লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তদন্ত শুরু