Thank you for trying Sticky AMP!!

পাবনায় করোনা শনাক্ত ১০ হাজার ছাড়াল, অর্ধেকই জুলাইয়ে

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা

পাবনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে আজ রোববার পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়াল। মোট আক্রান্ত রোগীর মধ্যে ৫ হাজার ৪১৫ জন শনাক্ত হয়েছেন গত জুলাই মাসে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছর ১৬ এপ্রিল। এরপর থেকে সংক্রমণের হার বেশ কম ছিল। চলতি বছর মে মাস থেকে সংক্রমণের হার বাড়তে শুরু করে। মে মাসে রোগী শনাক্ত হয় ৪৬১ জন। জুন মাসে শনাক্ত দাঁড়ায় ১ হাজার ৫৬৫ জন। জুলাই মাসে এসে শনাক্ত দাঁড়ায় ৫ হাজার ৪১৫ জনে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩৭ শতাংশে।

আজ রোববার পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ১০৮ জন। হিসাব অনুযায়ী জুলাই মাসেই মোট সংক্রমিত রোগীর ৫০ শতাংশ শনাক্ত হয়েছে।

পাবনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা রোগীর ২৫০ শয্যার হাসপাতালটিতে ১৫০ শয্যার করোনা ইউনিট খোলা হয়েছে। গত মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই ইউনিটে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে রোগী ভর্তির হার কিছুটা কমেছে। আজ ৬৬ জন রোগী ভর্তি রয়েছে। আক্রান্ত রোগীদের অনেকেই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এদিকে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেলেও চলমান কঠোর বিধিনিষেধ মানতে চাচ্ছেন না কেউ। প্রশাসনিক চরম কঠোরতার মধ্যে লুকোচুরি করে দোকানপাট খোলার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এতে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা।

এ প্রসঙ্গে পাবনার সিভিল সার্জন চিকিৎসক মনিসর চৌধুরী বলেন, জুলাই মাসে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও বর্তমানে শনাক্ত কমছে। হাসপাতালেও রোগীর চাপ কিছুটা কম রয়েছে। জেলাবাসী সরকারি বিধিনিষেধ মেনে চললে সংক্রমণের হার দ্রুতই কমে যাবে বলে আশা করা হচ্ছে। ফলে সবাইকে বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।