Thank you for trying Sticky AMP!!

পাবনায় ডেঙ্গুতে ছাত্রের মৃত্যু

পাবনা জেনারেল হাসপাতালে গতকাল মঙ্গলবার রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুছাব্বির হোসেন মাহফুজ (১৮) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে জেলায় প্রথম মৃত্যুর ঘটনা এটি। আজ বুধবার দুপুর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ৪৬ জন হাসপাতালে ভর্তি আছেন।

মাহফুজ সদর উপজেলার চক রামানন্দপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি এবার এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক রঞ্জন কুমার দত্ত বলেন, মাহফুজ ভর্তি পরীক্ষাসংক্রান্ত কাজে সম্প্রতি ঢাকায় ছিলেন। সেখান থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাবনায় ফেরেন। এরপর শরীরে প্রচণ্ড খিঁচুনি নিয়ে গতকাল দুপুরে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১২টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে এ পর্যন্ত ২৪৫ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪৬ জন চিকিৎসাধীন আছেন। গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ প্রসঙ্গে চিকিৎসক রঞ্জন কুমার দত্ত প্রথম আলোকে বলেন, হাসপাতালে পৃথক ইউনিটে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশ রোগীই ভালো হয়ে বাড়ি ফিরছেন।