Thank you for trying Sticky AMP!!

প্রাইভেট কারটি বাসস্ট্যান্ডে থামতেই আগুন ধরে পুড়ে গেল

সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে যাওয়া গাড়ি। সোমবার বিকেলে

সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সিলেট থেকে যাত্রী নিয়ে আসা একটি প্রাইভেট কার আগুনে পুড়ে গেছে। গাড়ি থেকে ধোঁয়া বের হতেই যাত্রী ও চালক নেমে যাওয়ায় প্রাণে বাঁচেন তাঁরা। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

গাড়ির চালক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের আম্বরখানা থেকে দুজন যাত্রী ও একটি প্রতিষ্ঠানের কিছু পণ্য নিয়ে প্রাইভেট কারটি বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আসে। গাড়িটি থামার পরই সেটির ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। সঙ্গে সঙ্গে যাত্রী ও চালক গাড়ি থেকে বের হন। এরপরই গাড়িতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। তার আগেই গাড়িটি পুড়ে যায়।

সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে গাড়ির আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার বিকেলে

গাড়ির চালক আহাদ মিয়া (৩০) বলেন, তিনি সুনামগঞ্জ-সিলেট সড়কে ভাড়ায় যাত্রী পরিবহন করেন। গাড়িটি গ্যাসে চলে। কীভাবে গাড়িতে আগুন ধরেছে, তিনি বুঝতে পারছেন না।

সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. সামসুল আলম বলেন, সম্ভবত গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। সিলিন্ডার বিস্ফোরণ হলে কিংবা চলন্ত অবস্থায় গাড়িতে আগুন লাগলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত।