Thank you for trying Sticky AMP!!

ফরিদপুরে করোনা রোগী ১০ হাজার ছাড়াল

প্রতীকী ছবি

ফরিদপুর জেলায় করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার পর্যন্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৬। এদিকে আজ ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ১৫৯ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ১৯ মে। ওই দিন দুপুরে করোনা শনাক্ত হয়ে মারা যান বোয়ালমারীর চতুল ইউনিয়নের বাসিন্দা ৮০ বছর বয়সী এক বৃদ্ধ। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ফরিদপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৯ জন।

ফরিদপুরে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ১৩ এপ্রিল। ওই দিন নগরকান্দা উপজেলায় দুজনের করোনা শনাক্ত হয়। দুজনই ঢাকা থেকে ফরিদপুর এসেছিলেন।
সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, করোনার বিষয়ে সচেতন না হলে এ বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। লকডাউন, প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কোনো কাজে আসবে না, যদি সাধারণ মানুষ সচেতন না হন।