Thank you for trying Sticky AMP!!

ভারতে যাওয়া হলো না তাঁর

যশোরের বেনাপোল স্থলবন্দরের অভিবাসন দপ্তরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ভারতগামী একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম দেবেন্দ্র চন্দ্র দাস (৫০)। আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল স্থলবন্দরের অভিবাসন দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।

দেবেন্দ্র চন্দ্র দাসের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার পিপি রোড এলাকায়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুন্নাহার বিনতে আবদুল খালেক বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দেবেন্দ্র চন্দ্র দাস মারা গেছেন।

বেনাপোল অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া বলেন, দেবেন্দ্র চন্দ্র দাস ভারতে যাওয়ার উদ্দেশে শ্যামলী পরিবহনের একটি বাসে করে আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল স্থলবন্দরে আসেন। কাস্টমসের আনুষ্ঠানিকতা সেরে সকাল সাতটার দিকে তিনি অভিবাসন দপ্তরে আসেন। অভিবাসন দপ্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শূন্য রেখার দিকে যাওয়ার সময় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। তাঁকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সকাল সাতটা ৫০ মিনিটে সেখানে তিনি মারা যান।