
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে মারা যাওয়া বৃদ্ধ (৬৫) করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন। আজ বুধবার ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে এ কথা জানানো হয়। গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান তিনি।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিব কিশোর বণিক এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শনিবার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। আজ দুপুরে ঢাকার আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা পজিটিভ বলে জানানো হয়। তাঁর পরিবারের সদস্যদের আজ থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকার নির্দেশ দেওয়া হয়। তাদের নমুনাও সংগ্রহ করা হবে।
মৃত ব্যক্তির পরিবার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, আট থেকে নয় দিন আগে ওই ব্যক্তি জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরেন। এরপর তাঁকে চাঁদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। গত শনিবার সন্ধ্যায় তিনি মারা যান। প্রশাসনের পরামর্শ মতো স্বাস্থ্যবিধি মেনে ওই রাতেই তাঁর দাফন সম্পন্ন হয়।