
মাদারীপুর শহরে প্রকাশ্যে দুই ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে জখমের মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন কয়েক শ মানুষ।
১৬ মে বিকেলে লঞ্চঘাট এলাকার ড্রেজার ব্যবসায়ী অহিদ হাওলাদার ও কামাল হাওলাদারকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। কোপানোর ঘটনায় ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার এক দিন পর ড্রেজার ব্যবসায়ী অহিদ হাওলাদারের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলায় পৌর ছাত্রলীগের একাংশের সভাপতি নোবেল ব্যাপারীকে প্রধান আসামি করে ২৫ জনকে অভিযুক্ত করা হয়। মামলার পর থেকে অভিযুক্ত সবাই পলাতক।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে দুই ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালান ছাত্রলীগ নেতা নোবেল ও তাঁর লোকজন। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ একজন আসামিকেও গ্রেপ্তার করেনি। ফলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হামলাকারীরা মামলা তুলে নিতে বাদীকে নানাভাবে চাপ দিচ্ছেন।
মামলার বাদী ফাতেমা আক্তার বলেন, ‘আমার স্বামীর ওপর প্রকাশ্যে হামলা চালানো হলো। আমি বিচার চেয়ে থানায় মামলাও করলাম। অথচ পুলিশ আসামি ধরার বিষয়ে গুরুত্ব দিচ্ছে না। পুলিশ রাতের বেলায় এলাকায় আসামি ধরার চেষ্টা করে কিন্তু আসামিরা কেউ এলাকায় নেই। তারা এলাকার বাইরে অবস্থান করে আমাদের উল্টো হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। আসামিরা মোবাইল ফোন ব্যবহার করে ঘোরাফেরা করে। তাদের গ্রেপ্তার না করায় আমরাও আতঙ্কে দিন কাটাচ্ছি। সরকারের কাছে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক মো. বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ঘটনার পর থেকে আসামিরা এলাকায় নেই। আমরা প্রতিদিন রাতে বিভিন্ন ঘরে তল্লাশি চালাই। কিন্ত আসামিদের পাওয়া যাচ্ছে না। আশা করছি, অভিযুক্ত আসামিদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’