
মানিকগঞ্জ সদর উপজেলায় ডাকাতির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হন। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলার বনপারিল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মিন্টু মিয়া (৩৬)। আহত যুবকের নাম জুয়েল রানা (৩৫)। পুলিশের দাবি, গণপিটুনির শিকার তিন যুবক ডাকাত দলের সদস্য।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বনপারিল গ্রামে হাটিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ইউসুফ আলীর বাড়িতে ১০-১৫ জনের ডাকাত দল হানা দেয়। এ সময় মুখোশধারী ওই দলটি বাড়ির দুটি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরে তারা ধারালো দেশি অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে।
এ সময় প্রতিবেশীরা ডাকাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেন, ওই এলাকায় ডাকাত দল হানা দিয়েছে। মাইকের ঘোষণা শুনে ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলে অজ্ঞাতনামা ওই যুবক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। এ সময় গুরুতর আহত মিন্টু ও জুয়েলকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. টুটুল উদ্দিন বলেন, গণপিটুনিতে নিহত ও আহত তিনজনই ডাকাত দলের সদস্য। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত আরেকজনকে পুলিশের পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় এখনো জানা যায়নি। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।